ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৩০৭

রোহিঙ্গা গণহত্যা  অভিপ্রায় প্রমাণিত: মিয়ানমারের আবেদন খারিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৯ ২৩ জানুয়ারি ২০২০  

রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমার এড়াতে পারে না বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক বিচার আদালত।

বৃহস্পতিবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর চালানো গণহত্যার বিচার চেয়ে গাম্বিয়ার করা মামলার আদেশে এ মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত।

আদেশে বিচার আদালত বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার দায় মিয়ানমার এড়াতে পারে না। মামলায় মিয়ানমার অসহযোগিতা করেছে। রাখাইনে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে।

আদালত বলেন, জেনোসাইড কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রই বিচারের উর্ধ্বে নয়। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে।
আদালত গাম্বিয়ার চারটি বিষয় মঞ্জুর করে মিয়ানমারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে মিয়ানমারকে অবশ্যই চার মাসের মধ্যে লিখিত জমা দিতে হবে যে তারা সেখানে পরিস্থিতি উন্নয়নে কী ব্যবস্থা নিয়েছে। এরপর প্রতি ছয় মাসের মধ্যে আবার প্রতিবেদন দেবে। তবে আদালত জেনোসাইডের অভিযোগে আবেদনের সঙ্গে সম্পৃক্ত কোনো তথ্য-প্রমাণ মিয়ানমার ধ্বংস করবে না বা সেগুলোর অবস্থান বদলাতে পারবে না; এই দাবিটি মঞ্জুর করেননি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর